খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মোংলায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

সুন্দরবনে নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠা জলদস্যু ও বনদস্যুদের অচিরেই নির্মূল করা হবে

মোংলা প্রতিনিধি |
০১:৪৫ এ.এম | ১৮ মে ২০২৫


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সুন্দরবনের জলদস্যু, বন দস্যু আর সন্ত্রাসীদের আইনের আওতায় আনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। স¤প্রতি সুন্দরবনে নতুন করে দাপিয়ে বেড়ানো বনদস্যুরা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যেন জেলে বহড়ে হামলা, মারধর, লুটপাট ও মুক্তিপণের দাবিতে জেলে অপহরণ করতে না পারে সে জন্য প্রশাসনকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নৌপথে অভিযান ও টহল জোরদার করার জন্য কোস্ট গার্ডকে আরো শক্তিশালী করা হচ্ছে। সেজন্য কোস্ট গার্ডকে আরো ৫টি জলযান দেয়া পরিকল্পনা রয়েছে সরকারের। যাতে সুন্দরবেন কোথাও বনদস্যু দ্বারা জেলে অপহরনের খবর পেলেই সেখানে দ্রুত গিয়ে যেন দস্যুদের প্রতিহত করতে পারে সে ব্যাপারে অত্যাধুনিক জলযান দিয়ে কোস্ট গার্ডকে প্রস্তুত করা হচ্ছে। এছাড়া প্রশাসন প্রস্তুত রয়েছে, সুন্দরবনে নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠা জলদস্যু ও বনদস্যুদের অচিরেই নির্মূল করা হবে। 
শনিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন বেইস মোংলায় নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ মোংলা বেইস নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করেণ। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব মুঃ জসীম উদ্দিন খান, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহিন রহমান ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নৌবাহিনী, নৌ-পুলিশ, বন বিভাগ ও মোংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
মোংলা কোস্ট গার্ড সূত্র জানায়, গত বছরের ১১ জানুয়ারি এই প্রকল্পের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয়। মোংলায় এই প্রথম সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের মাধ্যমে ২০ মিটার  দৈর্ঘ্যরে বোট বা জলযান ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের দিয়ে। বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের একমাত্র স্থাপনা, যার মাধ্যমে কোস্ট গার্ডের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নৌ-পুলিশ, সুন্দরবনের বন বিভাগ এবং বিআইডব্লিউটিএসহ সরকারি বিভিন্ন প্রশাসনিক প্রতিষ্ঠানের নৌযানসমূহ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের নাম ফলক উন্মোচন করেন। 
তিনি বলেন, এ উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা ও পরিসেবার মান বাড়াতে আরও এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তাই বাংলাদেশ কোস্ট গার্ডকে আরো আধুনিক ও শক্তিসালী বাহিনীতে রুপান্তি করাসহ দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সংবাদকর্মীদের লেখনির মাধ্যমে সহায়তা চাইলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, কোস্ট গার্ড এবং বিজিবি দেশের উপকূল ও সমুদ্রসিমায় যে ভাবে কাজ করছে তা প্রশংসনীয়। সুন্দরবনের মান্দারবাড়িয়া গিয়েছি, যেখানে ইতোপূর্বে ৭৮ জন লোককে পুশইন করেছিল, যা কোস্ট গার্ড দক্ষতার সাথে তাদের উদ্ধার করেছে। আগামীতে যেন এ রকম ঘটনা আর না ঘটে, সে জন্য আমরা ভারতকে স্পষ্ট বলেছি, আমাদের দেশের লোক যদি তোমাদের দেশে থেকে থাকে তা হলে পুশইন না করে সরকারের মাধ্যমে ফেরত দাও, যেমন আমরা দিয়েছি। দেশে এখন মানুষ-মানুষের প্রতি মায়া কমে গেছে, ছেলে-বাবাকে হত্যা করছে, মেয়ে মাকে এবং মা মেয়েকে হত্যা করছে। এর মূল বড় সমস্যা হলো দেশে মাদকাসক্ত বৃদ্ধি পাওয়া। এ দেশ থেকে মাদক আর দুর্নিতী বন্ধ করতে পারলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

্রিন্ট

আরও সংবদ