খুলনা | রবিবার | ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনাসহ ১৬ অঞ্চলে বজ্রঝড়ের শঙ্কা

খবর প্রতিবেদন |
০১:৫১ এ.এম | ১৮ মে ২০২৫


দেশের ১৬টি অঞ্চলে বজ্রঝড় হতে পারে। একই সঙ্গে ওইসব এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। শনিবার সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, রাজশাহী, পাবনা, নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলাগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার (বা তার বেশি) গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ