খুলনা | বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনায় তারুণ্যের সমাবেশে মানুষের ঢল, মিছিলের শহরে পরিণত

নিজস্ব প্রতিবেদক |
০২:০৪ এ.এম | ১৮ মে ২০২৫


খুলনায় তারুণ্যের সমাবেশে মানুষের ঢল নামে গতকাল শনিবার। কাঠফাঁটা রোদ উপেক্ষা করে ‘তারুণ্যের সমাবেশে’ সমবেত হন নেতা-কর্মীরা। শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন তারা। সকাল থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে একের পর এক মিছিল আসতে থাকে সকল মিছিলের গন্তব্য ছিল সার্কিট হাউজ ময়দান। খুলনা-বরিশাল বিভাগের নেতা-কর্মীরা আসেন মহানগরীতে। শ্লে­াগানে শ্লোগানে মুখরিত ছিল রাজপথ ও ময়দান। এ সময় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় লক্ষাধিক তারুণ্যের এই সমাবেশ হয়ে ওঠে স্মরণকালের মহাসমাবেশ। এ সময় দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে তরুণ সমাজ মিছিলে মেতে ওঠে। তার সঙ্গে বিভিন্ন জেলা ও উপজেলার ব্যানার ফেস্টুন এবং প্লাকার্ড ছিল কর্মীদের হাতে। গোটা সমাবেশ স্থলে তারুণ্যের শক্তিতে জেগে ওঠে।
সমাবেশে উপস্থিত বিএনপি’র বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব হক নান্নু জানান, বাস- মিনিবাসে করে বরিশাল অঞ্চল থেকে ২০ হাজার নেতা-কর্মী সমাবেশ যোগ দিয়েছে। 
সমাবেশ শেষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীরা সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
 

্রিন্ট

আরও সংবদ