খুলনা | মঙ্গলবার | ২০ মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক |
০৪:৪৩ পি.এম | ১৮ মে ২০২৫


মাদক মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। একইসাথে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার (১৮ মে) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। রায় ঘোষণার সময়ে ওই দু’আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝাপঘাট গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে শেখ হাসান আলী এবং একই থানার লোহাকুড়া গ্রামের বাসিন্দা ডা: মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহিদুল হাসান।

আদালতের সূত্র জানায়, ২০১৪ সালের ২২ জুন হরিণটানা থানার পুলিশের একটি টিম জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করার সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মোস্তফার মোড় থেকে ট্রাকে করে মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ওই টিমটি রাস্তায় চেকপোষ্ট বসায়। খুলনা যশোর সিটি বাইপাসের সামনে ওই ট্রাকটি আসা মাত্র পুলিশ তল্লাশি করতে থাকে। একপর্যায়ে পুলিশ ট্রাক চালক মো. জাহিদুজ্জামান এবং তার পাশে বসা শেখ হাসান আলী বসার সিটের নিচে প্লাষ্টিকের বস্তা থেকে ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে ওই দু’জন পুলিশকে জানায়, ফেন্সিডিলগুলো ভারতের অজ্ঞাত এক ব্যক্তির নিকট থেকে ক্রয় করে বরিশাল জেলার বকুলতলা এলাকার শাহ আলমের নিকট বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় ওই দিন হরিণটানা থানার এসআই সাজ্জাদুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, যার নং ৬। একই বছরের ২১ সেপ্টেম্বর এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রাসেল সারোয়ার ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

্রিন্ট

আরও সংবদ