খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঝিলপুকুরের কুচুরিপানা পরিষ্কার কার্যক্রম উদ্বোধন

খুলনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বিএনপি : বকুল

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ১৯ মে ২০২৫


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যদি আবারো রাস্তায় নেমে সংগ্রাম করতে হয়, যদি রক্ত দিতে হয়, জনগণের দাবির প্রতি অবিচল থেকে আবারো রাজপথে নেমে ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে। গতকাল সোমবার দুপুরে নগরীর খালিশপুরের ঐতিহ্যবাহী ঝিল পুকুরের পানি নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কুচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এলাকার সুবিধা বঞ্চিত মানুষের কথা ভেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের তত্ত¡াবধানে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঝিল পুকুরের কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ গ্রহন করা হয়। বকুল আরো বলেন, দীর্ঘ ৭ বছর ধরে ঝিলপুকুর জলবদ্ধতায় রয়েছে। নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে জনগণের দুর্ভোগ পোহাতে হয় তার বড় প্রমাণ এই পুকুরটি। এখানে তিনটি ওয়ার্ডের মানুষ তাদের নিত্যদিনের পানি ব্যবহার করে থাকে কিন্তু জবাবদিহিতামূলক সরকার না থাকার কারণে এই পুকুরের দুরবস্থা তৈরি হয়েছিলো। সেই দুরবস্থা থেকে স্থানীয়রা যাতে পরিত্রান পায় সেই চেষ্টা করা হচ্ছে। তিনি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ইতিমধ্যে খুলনায় বিএনপি’র পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। 
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, খানজাহান আলী থানা বিএনপি'র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
দুইটি সাবমার্সিবল স্থাপন : সোমবার দুপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা-৩ আসনের ধানের শীর্ষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল নিজস্ব অর্থায়নে ও সার্বিক তত্ত¡াবধানে নগরীর ৯নং ওয়ার্ড-এর বৈকালীস্থ পেট্রোলপাম্প এলাকায় ও দক্ষিন মুজগুন্নীর খ্রিস্টানপাড়ায় বসবাসরত মানুষের সুপেয় পানির জন্য স্থাপন দু’টি সাবমার্সিবলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীকে বই প্রদান : প্রভাতী স্কুলের দশম শ্রেণি ছাত্র খালিশপুর পৌরসভার মোড় নিবাসী জুবায়েরকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ক্লাসের বই প্রদান করেন।
মতবিনিময় : সন্ধ্যায় তিনি নগরীর মহেশ্বরপাড়া কালিবাড়ী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এ সময় বিএনপি’র নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ