খুলনা | বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগে বাগেরহাটকে হারিয়ে নড়াইলের জয়

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫৮ পি.এম | ১৯ মে ২০২৫


‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর ‘ইউসিবি বাফুফে অনূর্র্ধ্ব-১৫ ফুটবল লীগ’ খুলনা-২ জোনের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে নড়াইল অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। অন্য ম্যাচে সাতক্ষীরা দল মাঠে উপস্থিত না হওয়ায় ওয়াকভার পায় খুলনা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।    
সোমবার দুপুর ২টায় খুলনা জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় নড়াইল অনূর্ধ্ব-১৫ ফুটবল দল বনাম বাগেরহাট অনূর্র্ধ্ব-১৫ ফুটবল দল। খেলায় নড়াইল ২-০ গোলে বাগেরহাটকে পরাজিত করে। দলের পক্ষে জোড়া গোল করেন ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় অনিক কুমার সরদার। ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন  
অনিক কুমার সরদার। তাকে ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের সাবেক ফুটবলার মোঃ সাইফুদ্দিন হিমু। খেলা পরিচালনা করেন রেফারী মোঃ রোকনুজ্জামান রুনু, মাহাফুজুর রহমান মজনু, আসাদুল­াহ রানা ও শাহাবুদ্দিন। ম্যাচ অফিসিয়াল ছিলেন এহসানুল হক। খেলায় ধারাভাষ্য প্রদান করেন এডভোকেট প্রজেশ রায়।  বিকেল ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করার সূচি ছিল খুলনা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল ও সাতক্ষীরা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। কিন্তু সাতক্ষীরা মাঠে উপস্থিত না হওয়ায় খুলনা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে বিজয়ী ঘোষণা করেন রেফারী। 
মঙ্গলবার (২০ মে) খেলা বন্ধ থাকবে। বুধবার (২১ মে) খুলনা জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে সাতক্ষীরা ও নড়াইল বিকেল ৪টায় দ্বিতীয় ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করবে বাগেরহাট এবং যশোর। 
 

্রিন্ট

আরও সংবদ