খুলনা | সোমবার | ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থী জখম

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ২০ মে ২০২৫


ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় সজিব মন্ডল নামের এক এসএসসি পরীক্ষার্থী রক্তাক্ত জখম হয়েছে। আহতকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার খড়িবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের খড়িবুনিয়া গ্রামের হতদরিদ্র বঙ্কিম মন্ডলের এক খন্ড জমি একই এলাকার প্রতিপক্ষ আওয়ামী নেতা রনজিত রায় জবর দখল করে নেয়। এ নিয়ে বিভিন্ন মহলে দেন দরবার চালিয়ে আসছে দিনমজুর বঙ্কিম। তারই জের ধরে ঘটনার দিন বিকেলে বঙ্কিম মন্ডলের ছেলে সজীব মন্ডল বিরোধপূর্ণ জমিতে থাকা তালগাছ থেকে খাওয়ার জন্য কয়েকটি তাল পাড়ে। খবর পেয়ে প্রতিপক্ষ রনজিত রায়, ছেলে রিপন রায়সহ ৩/৪ জন দা, হাতুড়ি ও লোহার রড দিয়ে এসএসসি পরীক্ষার্থী সজীব মন্ডলের উপর হামলা চালায়। এতে মাথা ফেটে সে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
 

্রিন্ট

আরও সংবদ