খুলনা | মঙ্গলবার | ২০ মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

শরণখোলায় তালগাছ থেকে পড়ে ইমামের মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ২০ মে ২০২৫


বাগেরহাটের শরণখোলায় তালগাছ থেকে পড়ে মোঃ আবুল হাসান (৩৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। 
এর আগে গত শনিবার (১৭ মে) দুপুরে তালগাছ থেকে পড়ে গুরুতর আহত হন আবুল হাসান। তাকে উদ্ধার করে প্রথমে শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল তাকে। নিহত আবুল হাসান উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া গ্রামের তোফাজ্জল আকনের ছেলে। তিনি স্থানীয় শাহী জামে মসজিদের ইমাম ছিলেন। 
স্থানীয় ইউপি সদস্য এইচ এম টিপু সুলতান জানান, আবুল হাসানের শিশু কন্যা তালশাঁস খাওয়ার বায়না ধরেছিলো। মেয়ের আবদার পূরণ করতে বাড়ির বিশাল এক তাল গাছে উঠতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান তিনি। প্রায় ১০ ফুট ওপর থেকে পড়ার কারণে তার বাম হাত ও মেরুদণ্ড ভেঙে কয়েক টুকরো হয়ে যায়।

্রিন্ট

আরও সংবদ