খুলনা | সোমবার | ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২

যশোরে ছেলের ধাওয়ায় বৃদ্ধ পিতার স্টোকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৯ এ.এম | ২০ মে ২০২৫


যশোর শহরের পূর্ব বারান্দি মোল­াপাড়া এলাকায় ছেলে কর্তৃক ধাওয়ার শিকার হয়ে বৃদ্ধ পিতার স্টোকজনিত মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি হলেন আব্দুর রহমান ফরাজী (৭৭)। তিনি শহরের পূর্ব বারান্দি মোল­াপাড়া, নদীর পাড়, এলাকার বাসিন্দা।
স্থানীয় অনেকেই বলেছেন, আব্দুর রহমান ফরাজীর ছোট ছেলে মাদক সেবী মুন্না ফরাজী (৩৫) অন্যান্য দিনের ন্যায় আজও নেশা করার জন্য তার পিতার কাছে ১০০ টাকা দাবি করে। এ সময় বৃদ্ধ পিতা টাকা দিতে অপারগতা জানালে মুন্না ফরাজী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সে পিতাকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করে। এ সময় বৃদ্ধ আব্দুর রহমান ফরাজী ঘর ছেড়ে গলির মধ্য দিয়ে পালিয়ে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির বাড়ির সামনে গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, ভয়ের চোটে ও মানসিক চাপে তার স্ট্রোক হয়ে মৃত্যু ঘটে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়ে যান। বর্তমানে মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে। এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত মুন্না ফরাজীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।

্রিন্ট

আরও সংবদ