খুলনা | বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

জিসিএ প্রজেক্টের জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

জলবায়ু-স্মার্ট জীবিকায়নে নারীর বাজার সংযুক্তি ও ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠনে অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক |
০২:১০ এ.এম | ২১ মে ২০২৫


বাংলাদেশ সরকার এবং গ্রীন ক্লাইমেট ফান্ডের আর্থিক সহায়তায়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (টঘউচ)-এর কারিগরি সহায়তা এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের বাস্তবায়নে পরিচালিত জেন্ডার-রেসপনসিভ কোস্টাল অ্যাডাপ্টেশন (জিসিএ) প্রকল্পের আওতায় মঙ্গলবার খুলনার সিটি ইন-এ জেলা পর্যায়ের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় উপক‚লীয় এলাকার পিছিয়ে পড়া নারীদের জলবায়ু-স্মার্ট জীবিকায়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। বর্তমানে খুলনা ও সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলার মোট ৩৯টি ইউনিয়নে এঈঅ প্রকল্পের কার্যক্রম চলছে।
নারীদের উৎপাদিত পণ্যের বাজার ব্যবস্থাপনায় সরাসরি সংযুক্তি নিশ্চিত করতে প্রকল্পটি ইতোমধ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠনের কার্যক্রম শুরু করেছে। আজকের কর্মশালাটি ছিল সে ধারাবাহিকতারই অংশ, যেখানে আলোচনার মাধ্যমে এঈঅ প্রকল্পের বিভিন্ন উদ্যোগ, জলবায়ু-স্মার্ট কৃষি, কৃষিপণ্য বিপণন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্ভাব্য মডেল, এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কৃষির ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা। প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন।
রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খুলনা বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা এবং সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা জি এম মহিউদ্দিন। 
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা, এবং জিসিএ প্রকল্পের উপকারভোগী নারীদের প্রতিনিধিগণ।
এই কর্মশালার মাধ্যমে স্থানীয়ভাবে নারীদের জন্য বাজার সংযুক্তি এবং জলবায়ু সহনশীল জীবিকায়নের কার্যক্রমে ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠনের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

্রিন্ট

আরও সংবদ