খুলনা | বৃহস্পতিবার | ২২ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

দুর্ঘটনায় আহত হওয়ার ৬ দিন পর মারা গেলেন ইউপি সদস্য গোলাম মোস্তফা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
০২:২১ পি.এম | ২১ মে ২০২৫


গত ১৫ মে এক আত্মীয়ের মোটরসাইকেলের পিছনে বসে সাতক্ষীরা থেকে বাড়িতে ফিরছিলেন কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে তিনবার নির্বাচিত সদস্য শেখ গোলাম মোস্তফা (৪৬)। কিছুদূর আসার পর মোটরসাইকেল চালক ব্রেক করলে শেখ গোলাম মোস্তফা পিছন থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারান।

দ্রুত তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে, তারপর সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে এবং সর্বশেষ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। দুর্ঘটনার ৬ দিন পর আজ বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক শেখ গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শেখ গোলাম মোস্তফা উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাজুয়াগড় গ্রামের মরহুম আব্দুর রহমান শেখের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জনপ্রিয় ইউপি সদস্য শেখ গোলাম মোস্তফার মৃত্যুতে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক জ্ঞাপন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

্রিন্ট

আরও সংবদ