খুলনা | শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

আত্মহত্যা করলেন জনপ্রিয় ব্যান্ড গায়ক অ্যাডাম র‌্যামি

খবর বিনোদন |
০২:২৯ পি.এম | ২১ মে ২০২৫


মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ মেটাল ব্যান্ড ‘ড্রপআউট কিংস’র প্রতিষ্ঠাতা সদস্য ও সংগীতশিল্পী অ্যাডাম র‌্যামি আর নেই। গত ১৯ মে আত্মহত্যা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন পিপল এক প্রতিবেদনে নিশ্চিত করেছে তথ্যটি।

মৃত্যুকালে অ্যাডামের বয়স হয়েছিল ৩১ বছর। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ‘ড্রপআউট কিংস’ ব্যান্ড গায়কের মৃত্যু সংবাদ জানায়। ওই পোস্টে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের ভাই অ্যাডাম র‌্যামি মারা গেছেন। তার আবেগ, শক্তি ও সংগীতের প্রতি ভালোবাসা ড্রপআউট কিংসকে প্রতিষ্ঠিতভাবে গড়ে তুলেছিল এবং অসংখ্য জীবনকে স্পর্শ করেছিল।’

আরও বলা হয়, ‘জীবন এমনভাবে আসে যা আপনি কখনোই ভবিষ্যৎদ্বাণী করতে পারবেন না। আপনার ভাই ও বন্ধদের সঙ্গে স্বপ্নের পেছনে ছুটে চলা এবং তা বাস্তবায়নে রোলারকোস্টার হওয়া, এটি এমন আনন্দ যা খুব কম মানুষই প্রকৃত অর্থে জানতে পারেন। আর ড্রপআউট কিংস হিসেবে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা অত্যন্ত ধন্য হয়েছি। এখনও আমরা আশা করতে পারি না যে, সবকিছু আমাদের স্বপ্নের মতো চলবে এবং বুঝতে পারি না যে, বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে প্রতিটি মুহূর্ত কতটা বিশেষ, যতক্ষণ না মুহূর্তগুলো স্মৃতিতে পরিণত হয়।’

স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন অ্যাডাম। গায়কের মৃত্যু নিয়ে তার স্ত্রীর বোনের প্রতিষ্ঠান ‘গো ফান্ড মি’ জানিয়েছে, নেশাগ্রস্ত ছিলেন অ্যাডাম। এটিই মূলত তার মৃত্যুর কারণ। গায়কের শ্যালিকা বলেন, ‘অ্যাডাম র‌্যামি তার ৩২তম জন্মদিনের পাঁচদিন আগে মারা গেছেন। তিনি কেবল আমার দুলাভাই-ই ছিলেন না, আমার কাছে একজন আপন ভাইয়ের মতো ছিলেন। আমার খারাপ সময়ে তিনি পাশে দাঁড়িয়েছিলেন এবং সর্বদা প্রিয় মানুষদের পাশে ছিলেন।’

বলে রাখা ভালো অ্যাডামের ‘ড্রপআউট কিংস’ ব্যান্ডটি এ পর্যন্ত চারটি অ্যালবাম প্রকাশ করেছে। এগুলো হলো ‘অডিওডোপ’, ‘গ্লিচগ্যাং’, ‘রায়ট মিউজিক’, ‘পয়জন রান’। এরমধ্যে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ পায় ‘পয়জন রান’অ্যালবামটি। 

্রিন্ট

আরও সংবদ