খুলনা | বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচিতে আবার পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৫৭ পি.এম | ২১ মে ২০২৫


পাকিস্তানে টি-২০ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বুধবার (২১ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে। নতুন সূচি অনুযায়ী, তিন ম্যাচের সিরিজ আগামী ২৮ মে, ৩০ মে এবং ১ জুন মাঠে গড়াবে।

তবে ভেন্যু অপরিবর্তিত থাকছে। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এর আগে তিন ম্যাচের সিরিজ ২৭ মে শুরু হওয়ার কথা ছিল। ২৯ মে ও ১ জুন হওয়ার কথা ছিল বাকি দুই ম্যাচ।

এফটিপি অনুযায়ী, শুরুতে পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। পরবর্তীতে সেপ্টেম্বরের এশিয়া কাপ ও আগামী বছরের ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই বোর্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার সিদ্ধান্ত নেয়।

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য সূচিও ঘোষণা করেছিল পিসিবি। সিরিজটি ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল স্থগিত হয়ে যাওয়ায় বাংলাদেশ সিরিজের সূচি পিছিয়ে দেওয়া হয়। ২৭ মে থেকে সিরিজ শুরু ঘোষণা দিয়ে পুনরায় পিসিবি সূচি ঘোষণা করে।

এর মধ্যেই পাকিস্তান সফরের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। সঙ্গে সিরিজ শুরু করতে দেরি হওয়ায় দুই বোর্ড পাঁচ ম্যাচের সিরিজ ছোট করে তিন ম্যাচে করার বিষয়ে সম্মত হয়। এছাড়া বিসিবির পক্ষ থেকে রাওয়ালপিন্ডি থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়। পিসিবি ওই শর্তে রাজি হয়।

মঙ্গলবার পিসিবির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বাংলাদেশ পাকিস্তান সফর করতে সম্মত হয়েছে। তখনো ২৭ মে থেকে সিরিজ শুরুর কথাই ছিল। তবে আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি। নতুন সূচিতে, সিরিজ ২৮ মে থেকে  অর্থাৎ পিএসএল ফাইনালের দুইদিন পরে শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ