খুলনা | বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নিলেন নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক |
০৫:২২ পি.এম | ২১ মে ২০২৫


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। তবে স্কোয়াডে থাকলেও এ সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার নাহিদ রানা। দলের সঙ্গে যাবেন না ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং দলের ট্রেনার। অন্যদিকে ভারত থেকে দলের সঙ্গে যোগ দেবেন পেসার মোস্তাফিজুর রহমান।

আজ বুধবার (২১ মে) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।

দিন কয়েক আগেই পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন নাহিদ রানা। আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। তবে ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে নিরাপত্তা শঙ্কায় মাঝপথে স্থগিত করা হয় ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টটি।

জরুরি ভিত্তিতে বিশেষ বিমানে পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরে ওই দুই ক্রিকেটার। এর মধ্যে তারা খবর পায়, বিমান ছাড়া ঘণ্টা খানেকের মধ্যে ওই বিমানবন্দরে ক্ষেপনাস্ত্র হামলা করা হয়েছে। যদিও এখন পরিস্থিতি স্বাভাবিক, পাকিস্তানও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে। তারপরও সে তিক্ত অভিজ্ঞতার কারণে দেশটিতে যেতে রাজি নন নাহিদ। যার কারণে শেষদিকে এসে নিজের নাম প্রত্যাহার করেছেন তিনি।

এ বিষয়ে নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘পাকিস্তানের যে ধরনের ঘটনা অভিজ্ঞতা হয়েছে,  হয়তো সে কারণেই নাহিদ রানা নিজের নাম প্রত্যাহার করেছে।’

নাহিদ রানার মতো অভিজ্ঞতা চান না বলেই দলের সঙ্গে পাকিস্তানে যেতে রাজি হননি ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনার। তবে নাহিদের মতো তিক্ত অভিজ্ঞতা পেলেও দলের সঙ্গে যাবেন রিশাদ হোসেন।

ফাহিম বলেন, ‘নাহিদ রানার ভিতরে অস্থিরতা কাজ করছে, বাকি দুইজন এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে চান না, তাই যাচ্ছেন না।’

তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নিশ্চিত করেছেন, এ সিরিজে সর্বোচ্চ নিরাপত্তা দিবে পাকিস্তান। সবকিছু পর্যবেক্ষণে রাখতে বাংলাদেশও থেকেও নিরাপত্তা দল যাবে সেখানে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলে দিল্লি ক্যাপিটালসকে সার্ভিস দিতে আইপিএলে যোগ দিয়েছেন মোস্তাফিজ। পাকিস্তান সিরিজে তিনি আবার দলের সঙ্গে যোগ দেবেন।

পাকিস্তান সিরিজে বাংলাদেশের ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী ফাহিম। তবে তার দুশ্চিন্তা বোলিং নিয়ে। ২০৬ রানের লক্ষ্য দিয়েও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরেছিল টাইগাররা।

ফাহিম বলেন, ‘পাকিস্তান সিরিজে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা আছে,  ব্যাটিং ভালো হচ্ছে। তবে বোলিং নিয়ে একটু চিন্তা আছে। আশা করছি সেটা ঠিক হয়ে যাবে। ভালো ম্যাচ হবে আশা করছি।’

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি- 
২৮ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, লাহোর
৩০ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, লাহোর
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

্রিন্ট

আরও সংবদ