খুলনা | বৃহস্পতিবার | ২২ মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

যৌতুক মামলায় মণিরামপুরে জাহিদুলের ২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৫৬ এ.এম | ২২ মে ২০২৫


যৌতুক মামলায় জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জাহিদুল ইসলাম মণিরামপুরের নেহালপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। 
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ২০ আগস্ট আসামি জাহিদুল ইসলাম পারিবারিক ভাবে চৌগাছার মস্যমপুর গ্রামের আব্দুল আলিমের মেয়ে মুন্নি খাতুনকে বিয়ে করে। বিয়ের কয়েকদিন যেতে না যেতে জাহিদুলের স্বজনদের দাবির প্রেক্ষিতে নগদ ২০ হাজার টাকা ও সংসারের যাবতীয় মামলা যৌতুক হিসেবে দেয়া হয়। এক মাস যেতে না যেতে আসামি জাহিদুল নসিমনের বড়ি ক্রয় ও বাড়ির করার জন্য স্ত্রী মুন্নিকে শ্বশুর বাড়ি থেকে ১ লাখ টাকা এনে দিতে বলে। মুন্নি যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় ৫ ডিসেম্বর পিতার বাড়ি তাড়িয়ে দেয় জাহিদুল। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে ২০১৬ সালের ২৫ এপ্রিল মুন্নির মা আনোয়ারা খাতুন বাদী হয়ে এ মামলা করেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি জাহিদুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। 

্রিন্ট

আরও সংবদ