খুলনা | বৃহস্পতিবার | ২২ মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

আন্দোলন চলবে, আসিফ-মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক

খবর প্রতিবেদন |
০১:৪২ এ.এম | ২২ মে ২০২৫


বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে টানা আন্দোলন চলছে। তার কর্মী-সমর্থকরা কাকরাইলে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন। সেই আন্দোলনে গিয়ে একাত্মতা ঘোষণা করে ইশরাক হোসেন বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুধু মেয়র পদে শপথ নয়, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে।

বুধবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে ইশরাক এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, মেয়র বুঝি না, এই সরকার নিরপেক্ষ নয় তা সবার সামনে উন্মোচিত। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দলের (এনসিপি) হয়ে কাজ করুক, কিন্তু সরকারে থেকে এসব করা যাবে না।

এনসিপির সমালোচনা করে তিনি বলেন, একটি নতুন দল, যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দল গঠনের পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল। কাজেই নিরপেক্ষ সরকার আমরা পাইনি। সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছে।

বিএনপি নেতা বলেন, সরকারের ভেতর থেকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা হয়েছে। নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে কি আশা করা যায় যে, এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে?

সমর্থকদের উদ্দেশে ইশরাক বলেন, আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি? আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সকল স্বৈরাচার সরকারকে বিদায় করতে পারবো।

দাবি আদায় পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, পেছনে ফেরার কোনো সুযোগ নাই। যতদিন দাবি মানা হবে না ততদিন আমরা এখান থেকে যাব না।

এর আগে বিকেলে ইশরাক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জানান, ‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে অবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাআল্লাহ।’ এর আগে দুপুরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়েছেন, ‘নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’

ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও তার সমর্থকরা। ক্রমেই আন্দোলনের তীব্রতা বাড়লেও এখনো সমাধান হয়নি শপথের।

তবে কর্মসূচি চালিয়ে আসছেন কর্মী-সমর্থকরা। বুধবার মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে তারা আন্দোলন অব্যাহত রেখেছেন। এতদিন দূরে বসে আন্দোলন প্রত্যক্ষ করলেও অবশেষে সমর্থকদের সঙ্গে রাস্তায় নামলেন ইশরাক।

সরকার পতনের পর গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়। এরপর গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

পরবর্তী সময়ে গত ২৭ এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু মেয়র হিসেবে এখনো শপথ নেওয়া হয়নি তার।

্রিন্ট

আরও সংবদ