খুলনা | শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনার দু’টিসহ সরকারি হলো তিন বিদ্যালয়

খবর প্রতিবেদন |
০১:৫২ এ.এম | ২২ মে ২০২৫


দেশের তিনটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সোমবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করে।
আদেশে বলা হয়, খুলনা নগরীর খালিশপুর উপজেলার বেসরকারি ‘প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়কে ‘প্লাটিনাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়’, একই জেলার ফুলতলা উপজেলার বেসরকারি ‘আলীম ইন্টার্ন মাধ্যমিক বিদ্যালয়কে ‘আলীম ইন্টার্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ এবং নরসিংদী জেলার সদর উপজেলার ‘ইউএমসি আদর্শ বিদ্যালয়কে সরকারি করা হলো।
তিনটি বিদ্যালয় সরকারি করার পৃথক আদেশে জানানো হয়, প্রচলিত বিধি-বিধানের আলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক ও কর্মচারীদের চাকুরি বদলিযোগ্য হবে না।
খুলনার ‘স্টার জুট মিলস্ উচ্চ বিদ্যালয়’ : দিঘলিয়া উপজেলার ‘স্টার জুট মিলস্ উচ্চ বিদ্যালয়’ আজ সরকারি ঘোষণা করা হয়েছে। বুধবার শিক্ষক মোছাঃ রেবেকা সুলতানার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 
এতে বলা হয়েছে, ‘স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয়’ সরকারিকরণ করা হলো। এখন থেকে বিদ্যালয়টির নাম হবে ‘স্টার জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়’। প্রচলিত বিধি-বিধানের আলোকে এই প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের সরকারি চাকুরিতে আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকুরি বদলিযোগ্য হবে না বলেও উলে­খ করা হয়েছে। একই সঙ্গে সরকারিকরণের এই সিদ্ধান্তের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, যশোর শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয় এই মাসেই চারটি স্কুল সরকারি করল, যা নিয়ে গত তিন মাসে মোট ৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো। এই উদ্যোগটি দেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এর আগে ১৯ মে খুলনা জেলার খালিশপুর উপজেলাধীন প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার ফুলতলা উপজেলাধীন আলীম ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয় এবং নরসিংদী জেলার সদর উপজেলাধীন ইউ এম সি আদর্শ বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়েছিল।
এ ছাড়া, চলতি বছরের ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয় সরকারি করা হয়। মার্চ মাসে সরকারি হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস্ উচ্চ বিদ্যালয় এবং খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়।
 

্রিন্ট

আরও সংবদ