খুলনা | বৃহস্পতিবার | ২২ মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

মহানগর দায়রা জজকে ‘শনির কবলে বাংলাদেশ বই’ হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ২২ মে ২০২৫


আজাদ বার্তা সম্পাদক এড. এম মাফতুন আহমেদের সদ্য প্রকাশিত এবং বহুল আলোচিত ‘শনির কবলে বাংলাদেশ’ ১৫তম সংস্করণ বইটি উপহার হিসেবে বুধবার দুপুর ২টায় খুলনা মহানগর দায়রা জজ শরিফ হোসেন হায়দারের হাতে তুলে দেন বইয়ের লেখক। 
এ সময় উপস্থিত ছিলেন আজাদ বুক প্যালেসের নির্বাহী প্রধান ও বৃহত্তর খুলনা লয়ার্স জার্নালিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক এড. এস এম মাসুদুর রহমান, এড. মোস্তফা বিলালসহ প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ