খুলনা | বৃহস্পতিবার | ২২ মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় বিএনপি’র সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন আজ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৩ এ.এম | ২২ মে ২০২৫


খুলনা বিভাগীয় বিএনপি’র উদ্যোগে দলের সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হবে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে সঞ্চালনায় থাকবেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
এদিকে বিএনপি’র সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি সম্পর্কে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। দীর্ঘ ১৭ বছর ধরে দেশে একচেটিয়া, দমনমূলক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু ছিল। এই সময়ে জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা স্বাধীনভাবে এমন কর্মসূচি গ্রহণ করতে পারেননি, বাস্তবায়ন তো দূরের কথা। আজ আমরা নতুন আশার আলো দেখতে পাচ্ছি। একটি মুক্ত, স্বচ্ছ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যাত্রা আবার শুরু হয়েছে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশবাসী আজ নতুন করে স্বপ্ন দেখছে। 
 

্রিন্ট

আরও সংবদ