খুলনা | শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

পিএসএলে সাকিব, মিরাজের সঙ্গে এবার যোগ দিলেন রিশাদ

ক্রীড়া প্রতিবেদক |
০৩:৩৮ পি.এম | ২২ মে ২০২৫


পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের ক্রিকেটভক্তদের জন্য এ যেন ঈদের খুশির বার্তা। আবারও লাহোর কালান্দার্সের স্কোয়াডে ফিরেছেন টাইগার উদীয়মান লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পিএসএলের কোনো দলে জায়গা পেলেন একসঙ্গে তিনজন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন।

সাকিব দলে যুক্ত হয়েছিলেন চোটের কারণে ছিটকে যাওয়া ড্যারিল মিচেলের জায়গায়। প্লে-অফ নিশ্চিত হওয়ার আগেই। পরে প্লে-অফের আগে সিকান্দার রাজা চলে গেলে তার স্থলাভিষিক্ত হিসেবে দলে জায়গা পান মিরাজ। আর সর্বশেষ রিশাদকে আবারো দলে ডাকা হয়।

রিশাদ এই মৌসুমে লাহোরের হয়ে ইতোমধ্যে ৫টি ম্যাচ খেলেছেন এবং ১৬.৪৪ গড়ে শিকার করেছেন ৯টি উইকেট। তবে পিএসএল সাময়িক বন্ধ হয়ে গেলে তিনি দেশে ফিরে আসেন এবং পরে জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফরে যান। সেই দায়িত্ব শেষ করে এবার পাকিস্তান সফরের অংশ হিসেবেই ফের লাহোরে যোগ দিয়েছেন।

একসঙ্গে তিনজন স্পিনিং অলরাউন্ডারকে একাদশে নেওয়া কতটা বাস্তবসম্মত হবে, তা নিয়ে চিন্তায় থাকতে পারেন দলের কোচ রাসেল ডমিঙ্গো। তবে তিন বাংলাদেশিকেই খুব ভালোভাবে চেনেন তিনি, কারণ কিছুদিন আগেও তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ। ফলে তিনজনকে কিভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে তার পরিকল্পনা নিশ্চয়ই আগে থেকেই তৈরি।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে কি দেখা যাবে এই তিন টাইগারকে একসাথে মাঠে? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন টাইগার ভক্তদের কাছে।

্রিন্ট

আরও সংবদ