খুলনা | শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

চার দফা দাবি আদায়ের লক্ষে খুলনায় বিসিডিএস জেলা শাখার মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪২ এ.এম | ২৩ মে ২০২৫


ওষুধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় কমিটির আহবানে সারা বাংলাদেশ একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর ক্লে রোডস্থ হেরাজ মার্কেটের সামনে মানববন্ধন করে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি খুলনা জেলা শাখা। 
মানববন্ধনে বক্তারা চারটি বিষয়ে দাবি জানান, আর তা হলো সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারন ও এমআরপি বাস্তবায়ন করা, ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ওষুধ কোম্পানী কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা। 
এ সময় বক্তারা অবিলম্বে তাদের এই চারটি দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কেন্দ্রের সাথে একাত্মতা প্রকাশ করে কঠোর আন্দোলনে যাবেন বলে ঘোষণা দেন।
বিসিডিএস খুলনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আলহাজ্ব ইনামুল হক, নাজমুস সাকিব পিন্টু, বিলাল হোসেন, মোস্তফা কামাল, সমর কুন্ডু, মোল­া সুমন কবির, মাসুদুর নদী, তৌফিক হোসেন প্রমুখ।
মানবন্ধনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি খুলনা জেলা শাখার আওতাধীন সকল নেতৃবৃন্দ সহ ঔষধ ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে অংশ গ্রহণ করেন।

্রিন্ট

আরও সংবদ