খুলনা | শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

‘কোরবানি বন্ধের নির্দেশ’ ইস্যু

কলকাতায় না দিয়ে ঢাকায় বদলি করা হলো শাবাব বিন আহমেদকে

খবর প্রতিবেদন |
০১:৫৬ এ.এম | ২৩ মে ২০২৫


নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের মিনিস্টার (স্থানীয়) শাবাব বিন আহমেদকে দায়িত্বভার ত্যাগ করে অনতি বিলম্বে ঢাকায় সদর দপ্তরে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে কলকাতায় উপ-হাইকমিশনার পদে তার বদলি আদেশ স্থগিত করে ঢাকায় ফেরার আদেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে পরিচালক (সংস্থাপন) নওরিন শারমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
শাবাব বিন আহমেদকে প্রাপক করে দেওয়া ওই প্রজ্ঞাপনে বলা হয়, আপনাকে সদর দপ্তর, ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অতএব, বাংলাদেশ দূতাবাস, দ্য হেগ-এ আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অনতি বিলম্বে সদর দপ্তর, ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনি ও আপনার পরিবারের সদস্যগণ ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা বিধি অনুযায়ী প্রাপ্য হবেন।
গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে আপনার অনুকূলে জারীকৃত বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা-এ উপ-হাইকমিশনার পদে আপনার বদলি আদেশ নং- ১৯.০০,০০০০,১১১,৪০,৩১৪,২০/১০১৪ এতদ্বারা বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
স¤প্রতি কলকাতার ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ঈদুল আযহায় নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ ‘কোরবানি বন্ধের নির্দেশ’ দিয়েছেন এমন অভিযোগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এই বিতর্কের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জানি করলো।
জানা গেছে, শাবাব বিন আহমেদ কলকাতা মিশনে যোগদানের আগেই কোরবানি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন, যদিও কলকাতা মিশনে কোরবানি করার রেওয়াজ দীর্ঘদিনের। ৪০ বছরেরও বেশি সময় ধরে সেখানে ঈদুল আযহায় কোরবানি হয়ে আসছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলকাতার নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার যখন কোরবানি বন্ধের নির্দেশ দেন, তখন দূতাবাসের কর্মকর্তারা তাকে মিশনের দীর্ঘদিনের কোরবানির ঐতিহ্য এবং এর স্পর্শকাতরতার কথা বারবার তুলে ধরেন এবং এ ধরনের পদক্ষেপ নিতে অপারগতা জানান। কিন্তু নতুন মিশনপ্রধান তাদের কোনো যুক্তিই মানতে রাজি হননি। একপর্যায়ে দূতাবাসের কর্মকর্তারা নতুন মিশনপ্রধানকে প্রয়োজনে কোরবানির পর দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান। তবে শাবাব সাফ জানিয়ে দেন, তিনি ঈদের আগেই দায়িত্ব নেবেন এবং কোরবানির সব ধরনের প্রস্তুতিও বন্ধের নির্দেশ দেন তিনি।
 

্রিন্ট

আরও সংবদ