খুলনা | শনিবার | ২৪ মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

যশোরে স্কুলছাত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৬ এ.এম | ২৪ মে ২০২৫


যশোরে প্রেমের অভিনয় করে কৌশলে স্কুলছাত্রীর নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এই ঘটনায় সহযোগিতার অপরাধে পুলিশ মামলার আসামি ফাতেমা তুজ জোহরা (১৯) নামে এক নারীকে আটক করেছে। সে শহরের পালবাড়ির মোড় এলজিইডি অফিসের সামনের শাহিদা মঞ্জিলের বাড়ির ভাড়াটিয়া আব্দুল লতিফের মেয়ে।  
এই মামলার অন্যান্য আসামিরা হলো সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মুশফিকুর রহমান জিহাদ (১৯), পালবাড়ি তেঁতুলতলা এলাকার মাহফুজের মেয়ে সুমাইয়া সেতু (১৯), এবং তাদের বন্ধু সুমনা (১৯) ও জান্নাত (১৯)।  
ওই স্কুলছাত্রীর মা কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উলে­খ করেছেন, তার স্বামী প্রবাসী। শহরের পালবাড়ির পাওয়ার হাউজের কাছের একটি বাড়িতে ভাড়া থাকেন। তার মেয়ে একটি স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আসামিরা একই স্কুলের লেখাপড়া করে। সেই সুবাদে তার মেয়ের সাথে আসামিদের পরিচয় হয়। আসামি জিহাদের সাথে তার মেয়ের ফেসবুকে বন্ধুত্ব আছে। জিহাদ নানা ভাবে হুমকি দিয়ে তার সাথে প্রেম করতে বাধ্য করে এবং ম্যাসেঞ্জরে ভিডিও কল দিয়ে কথা বলে। অন্যান্য আসামিদের সমন্বয়ে একটি ফেসবুক গ্র“প আছে। জিহাদ প্রেমের সূত্রে ধরে তার মেয়েকে নগ্ন করতে বাধ্য করে এবং ভিডিও কল দেয়। সেখানে জিহাদ কৌশলে ছবি তুলে নেয়। পরে ওই ছবি এডিট করে ম্যাসেঞ্জার গ্র“পে দেয়। এছাড়া স্কুলের শিক্ষকদের কছেও পাঠায়। এক পর্যায়ে জিহাদ তার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। তার মেয়ে রাজি না হওয়ায় ওই অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। তিনি জানতে পেরে এই ঘটনায় থানায় মামলা করেন। পুলিশ এই মামলার মূল আসামি জিহাদকে আটক করতে পারেনি। তবে অন্য আসামি ফাতেমা তুজ জোহরাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।  
 

্রিন্ট

আরও সংবদ