খুলনা | শনিবার | ২৪ মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

পাইকগাছায় আ’লীগ ও শ্রমিক লীগের তিন নেতাসহ চারজন গ্রেফতার, পুলিশের জালে সাজাপ্রাপ্ত আসামি

পাইকগাছা প্রতিনিধি |
০২:৩৬ এ.এম | ২৪ মে ২০২৫


বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের তিন নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাছাড়া নারী ও শিশু মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিও ধরা পড়ে পুলিশের জালে। বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ইদ্রিসুর রহমানের নেতৃত্বে চৌকস টিম পৃথক অভিযান পরিচালনা চালিয়ে কপিলমুনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজর আলী গাজী (৫৫), পাইকগাছা থানা শ্রমিক লীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম (আনারুল) (৪৩), যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম (আনারুল) (৪৩), মোঃ আব্দুল কাদের গাজী (২৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নাশকতা, ভাঙচুর ও হামলা মামলায় এজাহারভুক্ত আসামি। এছাড়া নারী ও শিশু নির্যাতন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি জাকির গাজী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে গতকাল আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতে নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ