খুলনা | সোমবার | ২৬ মে ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৯ পি.এম | ২৪ মে ২০২৫


যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম ফজলুল হক (৩৫)। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা ছিলেন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা ফাঁড়িতে কর্মরত ছিলেন।

নিহত অপরজন হলেন রিয়াল (৩৮)। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় আহত হয়েছেন মামুন। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের শামসুল হকের ছেলে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ কনস্টেবল ফজলুল হক তার মোটরসাইকেলে করে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। চুড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে যশোরমুখী মামুনের মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কনস্টেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত রিয়ালও মারা যান। আহত মামুনের অবস্থাও আশঙ্কাজনক এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে ওসি নিশ্চিত করেছেন।

্রিন্ট

আরও সংবদ