খুলনা | রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

যশোরে নারী চোরচক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৫২ এ.এম | ২৫ মে ২০২৫


যশোরে সংঘবদ্ধ নারী চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে জনগণ। শনিবার বেলা ১১টার দিকে শহরের ঘোপ জেল রোডে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এক নারীর গলা থেকে সোনার চেন চুরির সময় তারা ধরা পড়ে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামের রাকিবের স্ত্রী রুমা আক্তার ও একই উপজেলার পুড়াইখলা গ্রামের সোহেলের স্ত্রী সুমাইয়া আক্তার ইমা। এ নসময় এ চক্রের আরও ৮/৯ জন পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন বেনাপোল পাটবাড়ি গ্রামের আনিসুরের মেয়ে রেমনি খাতুন।
মামলায় তিনি উলে­খ করেন, শনিবার তিনি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসার জন্য যান। এ সময় একতলায় ক্যাশ কাউন্টারের সামনে ভিড়ের মধ্য থেকে আসামিরা তার গলায় থাকা এক ভরি চার আনা ওজনের সোনার চেইন চুরি করে দৌড় দেয়। এ সময় তিনি চিৎকার দিলে উপস্থিত লোকজনের সহযোগিতায় ওই দু’জন নারীকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ওই দুই নারীকে হেফাজতে নেন। তবে তার দুই লাখ টাকা মূল্যের সেই চেইন তাদের কাছ থেকে উদ্ধার হয়নি।
 

্রিন্ট

আরও সংবদ