খুলনা | রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

যশোরে ফেন্সিডিলের মামলায় নারীর যাবজ্জীবন, বেকসুর খালাস ১

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৫৪ এ.এম | ২৫ মে ২০২৫


যশোরে ফেন্সিডিল রাখার অপরাধে যশোরের একটি আদালত শাবানা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। শনিবার দুপুরে স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন। এ মামলার শফিকুল আউলিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হয় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।
মামলার রায় দণ্ডিত আসামি শাবানা বেগম যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের আলিমুদ্দিন গাজীর কন্যা।
আদালত থেকে মামলার তথ্য অনুযায়ী জানা যায় ২০১৬ সালের ১৭ জুলাই রাত ৮টার দিকে শার্শা উপজেলার জামতলা বিশ্বাস ব্রিকসের সামনে থেকে শাবানা বেগম নামে এক নারীকে ৫০ বোতল ফেন্সিডিলসহ পুলিশ তাকে আটক করে এ সময় তার সহযোগী সহযোগী শফিকুল আউলিয়া পালিয়ে যায়। এ ঘটনায় যশোরের শার্শা থানার এসআই মুরাদ হোসেন বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাবানা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি শফিকুল আউলিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণা শেষে দণ্ডিত শাবানা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

্রিন্ট

আরও সংবদ