খুলনা | রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নগরীতে গ্রেফতার হত্যা প্রচেষ্টার আসামি রাজু জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৯ এ.এম | ২৫ মে ২০২৫


নগরীর রূপসা স্ট্যান্ড রোডস্থ অগ্রণী ব্যাংকের সামনে একেএম সেলিম নামের এক মোটরসাইকেল চালককে থামিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি মোঃ রাজুকে (৪৩) জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।  শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ শাহিন কবির আসামিকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। রাজু লবণচরা থানাধিন মোল­াপাড়ার আব্দুর রহিমের ছেলে। এ মামলার অপর আসামি শিপইয়ার্ড রোডের মনির আহম্মেদের ছেলে আব্দুল হালিম (৪৮) পলাতক রয়েছেন।         
মামলার বিবরণে জানা যায়, নগরীর রূপসা স্ট্যান্ড রোডের একেএম সেলিম শুক্রবার  জুম্মায় নামাজ আদায় শেষে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এ সময় রূপসা হাইস্কুলের দক্ষিণ পাশে অগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে পূর্বে শত্র“তার জেরে আসামিরা   হত্যার উদ্দেশ্যে মাথায় ইট দিয়ে আঘাত করে, এলোপাতাড়ি কিল মুখি মেরে জখম করে এবং অকথ্য ভাষায় গালি-গালাজ করে ও জানে মেরে ফেলার হুমকি দেয়। চলে যাওয়ার সময় তারা পকেটে থাকা ২৬ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় একেএম সেলিম বাদী হয়ে রাজু ও আব্দুল হালিমের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন (নং- ৩৬)। 
 

্রিন্ট

আরও সংবদ