খুলনা | সোমবার | ২৬ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

চাঁদা না দেওয়ায় দুই মৎস্য খামার ব্যবসায়ীকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৯ এ.এম | ২৫ মে ২০২৫


চাঁদা না দেওয়ায় বটিয়াঘাটা উপজেলার জলমা তেঁতুলতলা গ্রামে দুই মৎস খামার ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার সকাল সাড়ে ১০টায় ওই গ্রামের সোনালী মৎস্য খামারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন তেঁতুলতলা গ্রামের মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে প্রিন্স হাওলাদার এবং একই গ্রামের লুৎফর রহমানের ছেলে আল আমীন মুন্সী। 
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার তেঁতুলতলা গ্রামের সাদ্দাম হোসেন ও শান্তিনগর এলাকার বাপ্পীসহ আরও ১০/১২ জন সন্ত্রাসীরা সোনালী মৎস্য খামারে প্রিন্স হাওলাদারের কাছে আসে। এরপর তার কাছে নগদ ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এখানে কোন মৎস্য খামার করতে দেওয়া হবে না। এমনকি চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে প্রিন্স হাওলাদারকে পিটিয়ে মারাত্মক আহত করে। এ সময় তার সাথে থাকা আল-আমীন মুন্সী ঠেকাতে গেলে তাকেও বেদম প্রহার করে। এরপর তারা এই বলে হুমকী দেয় এব্যাপারে পুলিশ প্রশাসনকে জানালে প্রাণে মেরে ফেলবো। স্থানীয় লোকজন জড়ো হলে তারা প্রিন্সের মোটরসাইকেলটি ভাঙচুর করে চলে যায়। স্থানীয়দের মাধ্যমে আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আল-আমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রিন্সের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজের সার্জারী ৯-১০নং ওয়ার্ডে ভর্তি করা হয়। উক্ত সন্ত্রাসীরা মাদকের সাথেও সম্পৃক্ত আছে বলে জানা গেছে। এ ব্যাপারে ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

্রিন্ট

আরও সংবদ