খুলনা | সোমবার | ২৬ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শহিদ জিয়ার শাহাদাৎবার্ষিকী পালনে মহানগর বিএনপি’র পাঁচ দিনের কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ২৫ মে ২০২৫


বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী। ১৯৮১ সালের এই দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে তিনি শাহাদাৎবরণ করেন। সেই থেকেই তার প্রতিষ্ঠিত দল বিএনপি দিবসটিকে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী হিসেবে পালন করে আসছে। এবারও দলের প্রতিষ্ঠাতার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি। 
গতকাল খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত পাঁচদিনের কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার (২৮ মে) মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে শোক র‌্যালি, দোয়া মাহফিল ও শহিদ জিয়ার উপর বিশেষ ক্রোড়পত্র প্রদান। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জীবনীর ওপর ড. মাহফুজ উল­াহর লিখিত পুস্তক প্রদর্শনী ও আলোচনা সভা। শুক্রবার (৩০ মে) সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালোবাজ ধারণ, সকাল ১০টায় মহানগর বিএনপি কার্যালয়ে বিশেষ দোয়া, শোক র‌্যালি ও সদর থানা বিএনপি’র উদ্যোগে তবারক বিতরণ। মহানগর অন্তর্গত সকল মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ, সকল মন্দির গির্জায় বিশেষ দোয়া, সকল থানায় প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিল­াহ বোর্ডিংয়ের খাবার বিতরণ (জুম্মাবাদ), বিকেল ৩টায় মহিলা দলের আলোচনা সভা, দোয়া ও বস্ত্র বিতরণ ও আছরবাদ মহানগর কৃষক দলের উদ্যোগে তবারক বিতরণ। শনিবার (৩১ মে) মহানগরীর ৫ থানায় ফ্রি মেডিকেল ক্যাম্প, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আইনজীবী সমিতির ১নং হল রুমে জোহরবাদ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর ওপর আলোচনা সভা ও দোয়া এবং তবারক বিতরণ। মহানগর কৃষক দলের উদ্যোগে গাছের চারা বিতরণ। রোববার (১ জুন) সদর থানা বিএনপি’র উদ্যোগে আসর বাদ তারের পুকুর আল-হেরা মসজিদে দোয়া ও তাবারক বিতরন, খুলনা মহানগর যুবদলের উদ্যোগে আর্তমানবতার সেবায় হুইল চেয়ার বিতরণ এবং মহানগর কৃষক দলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

্রিন্ট

আরও সংবদ