খুলনা | সোমবার | ২৬ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সভাপতি রবি : সাধারণ সম্পাদক জুয়েল

রাজনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, উদ্বেগ উৎকন্ঠা কাজ করছে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০২:১০ এ.এম | ২৫ মে ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত বলেছেন, রাজনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। আমাদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা কাজ করছে। কিন্তু এই কালো মেঘতো দেখা যাবার কথা ছিল না। শনিবার দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে বাগেরহাট পৌর বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুথ্যানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছে। এরপরে ফ্যাসিব্যাদ বিরোধী সকল শক্তি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রায় দিয়েছি। আমরা প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিয়েছি। সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল। যে দলের শুধু সাত শতাধিক নেতা-কর্মী গুম হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই দলের অনেক নেতা-কর্মী খূন হয়েছে, বিচার বহির্ভূত হত্যার স্বীকার হয়েছে। সেই দল হিসেবে আমরা একক কৃতিত্ব দাবি করিনি। কিন্তু বর্তমান সরকার আমাদের হতাশ করেছে।
তিনি আরও বলেন, যেখানে গেল ১৬ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। সেখানে তারেক রহমান, তাদের কর্মীদের জন্য ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। তৃণমূলের নেতা নির্বাচনে বিএনপি’র মধ্যে যে গণতান্ত্রিক চর্চা, এই পদ্ধতি থেকে অন্য রাজনৈতিক দলও শিখতে পারে। আমি মনে করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনেরও এ থেকে শেখার আছে, কিভাবে সুষ্ঠ নির্বাচন করতে হয়।
বাগেরহাট পৌর বিএনপি’র আহবায়ক এসকেন্দার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, এড. শেখ অহিদুজ্জামান দিপু, কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন, খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ব্যারিস্টার শেখ জাকির হোসেন, এড. মিজানুর রহমান, ডা.হাবিবুর রহমান সিদ্দিকী, ওয়াহিদুজ্জামান পল্টুসহ জেলা ও উপজেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে পৌর বিএনপি’র সম্মেলন ও নেতা নির্বাচনে প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দিপনা বিরাজ করছে। দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে সম্মেলন শুরু করেন নেতা-কর্মীরা। সম্মেলন শেষ হয় দুপুর ২টায়।সভা শেষে শহরের বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহন চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। এরপর নেতা-কর্মীরা বরণ করে নেবেন বিজয়ী প্রিয় নেতাকে।
দলীয় সূত্রে থেকে জানা গেছে, তফসিল অনুযায়ী তিনটি পদ অর্থাৎ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হয়। এসব পদে পৌরসভার বিএনপিতে ১০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৬৩৯ জন ভোটার।
সভাপতি রবি, সাধারণ সম্পাদক জুয়েল : বাগেরহাটে নেতা-কর্মীদের প্রত্যক্ষ ভোটে শেখ শাহেদ আলী রবি সভাপতি ও সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে বাগেরহাট বহুমুকি স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে দুপুর ২টা ৪৫ থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে তফসিল অনুযায়ী, সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে তিন জন এবং দুইটি সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। প্রত্যক্ষ ভোটে মহিতুজ্জামান দুলাল ও শেখ আবুল কালাম আজাদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোটার ও কয়েকজন বিএনপি নেতা জানান, দীর্ঘ ১৭ বছর নেতা-কর্মীরা এভাবে একত্রিত হতে পারেননি। যখনই তারা একত্রিত হওয়ার চেষ্টা করেছেন তখনই আওয়ামী লীগ সরকারের প্রশাসন দ্বারা নানা ভাবে হয়রানীর শিকার হয়েছেন। কিন্তু এখন প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় নির্ভয়ে দলীয় নেতা-কর্মীরা একত্রিত হচ্ছেন। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ছুটছেন ভোটারদের কাছে। গণতান্ত্রিক পন্থায় নেতা নির্বাচনের উদ্যোগকে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সাধুবাদ জানিয়েছেন। তবে আগামী দিনে পৌর বিএনপির হাল কে ধরছেন তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।
 

্রিন্ট

আরও সংবদ