খুলনা | রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রত্যাহার না হলে কাজে ফিরবে না

কাজ বন্ধ করে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

খবর প্রতিবেদন |
০১:৩১ পি.এম | ২৫ মে ২০২৫


উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়া সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশের খসড়া প্রত্যাহারের দাবিতে আজ রোববারও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সকাল সাড়ে ৯টার পর থেকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনের বাদামতলায় জড়ো হন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নূরুল ইসলাম ও মহাসচিব মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে মিছিল করেন তাঁরা।

৬ নম্বর ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে দিয়ে সচিবালয়ের নতুন ভবন হয়ে ক্লিনিক ভবনের সামনে দিয়ে ১১ নম্বর ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়।

পরে মিছিল নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা দপ্তর ঘেরাও করেন তাঁরা। বেলা পৌনে ১২টার দিকে দেখা যায়, বিক্ষোভকারী কর্মকর্তা-কর্মচারীরা গৃহায়ন উপদেষ্টা দপ্তরের সামনে বসে পড়েছেন। এ সময় সমাজকল্যাণ উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করলে তাঁর গাড়ি আটকে দেন বিক্ষোভকারীরা।

সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের এক নাম্বার ফটক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।

বিক্ষোভ মিছিল থেকে সচিবালয়ের কর্মচারী, এক হও লড়াই করো, অবৈধ কালো আইন, মানি না মানব না, আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে স্লোগান দেন কর্মকর্তা-কর্মচারীরা।

একই দাবিতে এর আগে গতকাল শনিবারও সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা।

২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধনে অধ্যাদেশের খসড়া নিয়ে ক্ষুব্ধ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। কারণ অধ্যাদেশের খসড়ায় শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত, কর্তব্য পালন না করার জন্য, উসকানির জন্য, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির বিধান যুক্ত করা হয়েছে।

গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ বিষয়টি পর্যালোচনার জন্য চারজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

্রিন্ট

আরও সংবদ