খুলনা | রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বনানীতে লরি চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

খবর প্রতিবেদন |
০১:৫৯ পি.এম | ২৫ মে ২০২৫


রাজধানীর বনানীতে লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। আজ রোববার (২৫ মে) সকাল নয়টার দিকে বনানী থানাধীন কাকলী মোড় সংলগ্ন এলিভেটর এক্সপ্রেসের ঢালের সামনের রাস্তায় একটি সিমেন্ট বহনকারী লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান।

এ ঘটনায় সময় উপস্থিত লোকজন হেলপার রবিউল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- আশফাকুর রহমান আসিফ (২৪) ও আসিফ মাহমুদ সম্পদ (২১)।

নিহত আসিফ কুষ্টিয়া সদরের কুমারপাড়ার বাসিন্দা মো. আলমের ছেলে। তিনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগের ছাত্র ছিলেন। বর্তমানে বাইক রাইড শেয়ার করে।

আর নিহত সম্পদ মাগুরার শ্রীপুর থানার চখলপুর গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, তার বাবাকে টঙ্গী হাই কেয়ার জেনারেল হাসপাতালে ব্রেন টিউমারের অপারেশন করা হয়েছিল। সেখান থেকেই খালার বাসায় কাপড়-চোপড় নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সরোয়ার।

তিনি জানান, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসের ঢালে (র‌্যাম্পে) এ ঘটনা ঘটে। তারা মূলত ওই সময় এক্সপ্রেসের পেছন দিক থেকে আসছিল। ওই সময় লরিটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তারা লরির নিচে পড়ে যান। ফলে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম এসেছিল। তারা তাদের রেসকিউ করে। কিন্তু ততক্ষণে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক সুরতহাল ও উদ্ধারের প্রক্রিয়া চলছে। কাজ শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক লরির হেলপার রবিউলকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

্রিন্ট

আরও সংবদ