খুলনা | রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মৌলভীবাজারের সীমান্তে এক দিনে ১২১ জনকে পুশইন

খবর প্রতিবেদন |
০৪:৫৪ পি.এম | ২৫ মে ২০২৫


মৌলভীবাজারের দু’টি সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৪ মে) গভীর রাত থেকে শুরু হয়ে আজ রোববার (২৫ মে) সকাল পর্যন্ত চলে এ পুশইন।

তবে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। তাদের পরিচয় নিশ্চিতে যাচাই-বাছাই চলছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করা হয়। রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক আড়াইটা থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হয়। তখনই দেখা যায় যে ঘন জঙ্গল ও নৌ-পথ ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে দলবদ্ধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। বিজিবি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে সবাইকে হেফাজতে নেয় এবং তাদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে।

্রিন্ট

আরও সংবদ