খুলনা | সোমবার | ২৬ মে ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

বেনাপোল বন্দর পরিদর্শনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

বেনাপোল প্রতিনিধি |
১২:২৯ এ.এম | ২৬ মে ২০২৫


বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এবং সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম গতকাল রোববার বেলা ১১টার বেনাপোল বন্দর পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. নাজিব হাসান, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া, বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 
তিনি ইমিগ্রেশন এবং কাস্টমসের যাত্রী পারাপার পর্যবেক্ষণ করেন এবং বেনাপোল-পেট্রাপোল নোম্যানসল্যান্ড ঘুরে ঘুরে দেখেন। এরপর তিনি বেনাপোল বন্দরের ভেহিকেল টার্মিনালে ঘুরে দেখেন এবং বন্দরের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
 

্রিন্ট

আরও সংবদ