খুলনা | সোমবার | ২৬ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন

দেয়ানা উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৮ এ.এম | ২৬ মে ২০২৫


নগরীর দেয়ানা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাকসুদুল হকের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে জমা দিয়েছে, যেখানে ৪-৫টি অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে এবং বিষয়টি বিভাগীয় ভাবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম।
জানা গেছে, বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রাক্তন ছাত্র মঞ্জুর আহসান শিপলু খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট এই অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে খুলনা সদর থানা শিক্ষা অফিসার মোঃ শাহাজাহানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি দীর্ঘ তদন্ত শেষে তাদের প্রতিবেদন জেলা শিক্ষা অফিসারের কাছে জমা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক শেখ মাকসুদুল হক বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। যেহেতু তদন্ত হয়েছে, কিছু তো একটা হবে।
খুলনা সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার ও তদন্তকারী কর্মকর্তা মো. শাহাজাহান জানান, প্রধান শিক্ষক মাকসুদুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একটি লিখিত অভিযোগ জেলা শিক্ষা অফিসারের কাছে জমা পড়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি গত ১৩ জানুয়ারি সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন জমা দিয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম সাংবাদিকদের জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের ভেতর থেকে ৪-৫টি অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বিষয়টি বিভাগীয়ভাবে দেখা হচ্ছে। আমরা অভিযুক্ত ওই শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করেছি। আমরা আরও জানতে পেরেছি, শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ দ্ব›দ্বও রয়েছে। বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘিœত হয়েছে বলে মনে করা হচ্ছে এবং দ্রুত এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

্রিন্ট

আরও সংবদ