খুলনা | সোমবার | ২৬ মে ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

জেলা প্রশাসনের মাধ্যমে অর্থ উপদেষ্টাকে স্মারকলিপি

উপকূল ও সুন্দরবনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক |
০২:০২ এ.এম | ২৬ মে ২০২৫


তিন পাশে সুন্দরবন বেষ্টিত কয়রা উপজেলাসহ দেশের ১৯ উপক‚লীয় উপজেলা উন্নয়নে এবং বৃহত্তর সুন্দরবন সুরক্ষায় আসন্ন জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপক‚ল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন নামক কয়রাস্থ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রেরণ করা হয়। গতকাল রোববার ‘আইলা দিবসে’র দুপুরে খুলনা জেলা প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে এ স্মারকলিপি প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপক‚লীয় অঞ্চল দিন-দিন চরম হুমকির মুখে পড়ছে। বর্তমান প্রেক্ষাপটে দেশের উপক‚লীয় অঞ্চলে একের পর এক দুর্যোগ আঘাত হানছে। লবণাক্ততা, নদীভাঙন, বন উজাড়, ও সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থায় বৈরিতা মানুষের জীবন ও প্রকৃতিকে অনিরাপদ করে তুলছে। সাধারণ মানুষ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।
স্মারকলিপিতে ‘উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন’-এর পক্ষ থেকে কয়েকটি বিষয় উলে­খ করে বলা হয়, জাতীয় স্বার্থে উপকূলের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা নেয়াসহ আসন্ন জাতীয় বাজেট এসব খাতে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা দরকার।
উলে­খযোগ্য বিষয়গুলো হলো : উপক‚লে দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া ও বাঁধ রক্ষণাবেক্ষণে জরুরি তহবিল গঠন। উপকূলে বৃক্ষ রোপণ কর্মসূচি স¤প্রসারণ ও সুন্দরবন বিনাসী সবধরনের অপতৎপরতা বন্ধ করে সুন্দরবন সুরক্ষার কার্যকর পদক্ষেপ নেয়া। লবণ পানির আগ্রাসন বন্ধে পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন। উপক‚লীয় জনগণের নিরাপদ খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান। উপক‚লীয় জনপদে পর্যাপ্ত সাইক্লোন সেল্টার নির্মাণ। সুন্দরবনের সুরক্ষা নিশ্চিতে বনের ওপর নির্ভরশীলতা কমিয়ে বনজীবীদের বিকল্প কর্মসংস্থান করা ও বন বিভাগের সক্ষমতা বৃদ্ধিতে অর্থ বরাদ্দ প্রদান করা। উপক‚লীয় অঞ্চলের উন্নয়নে পৃথক বোর্ড গঠন করা। ভঙ্গুর অবকাঠামো, দারিদ্রতা, দীর্ঘমেয়াদী লবণাক্ততা, সংকটাপন্ন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখা দরকার।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সদস্য সচিব সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, বাংলাদেশ বেতার খুলনার জেলা প্রতিনিধি কামাল মোস্তফা, কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এস এ মুকুল, সাধারণ সম্পাদক রায়হান কবির, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির সভাপতি কবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুন্না, অন্যতম উপদেষ্টা আলিমুল কবির ও ভীষ্মনাথ মন্ডল, কোষাধ্যক্ষ হাফেজ মজিবুল­াহ, আমির হামজা, আবু ইসহাক ও খলিলুর রহমান প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ