খুলনা | বুধবার | ২৮ মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নগরীর আলোচিত মহিলা লীগ নেত্রী তন্দ্রা ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক |
০৬:৩৯ পি.এম | ২৬ মে ২০২৫


খুলনার আলোচিত-সমালোচিত মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা ওরফে নাসরিন পারভেজ তন্দ্রা পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার কেএমপি গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে তাকে আটক করে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ। তন্দ্রাকে খুলনায় আনার প্রস্তুতি চলছে বলে সর্বশেষ তথ্যে জানা গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, তন্দ্রা মালায়েশিয়া থেকে বিমানযোগে ঢাকায় অবতরণ করেছিলেন। আগামী ২৮ মে চট্টগ্রাম থেকে তন্দ্রার ইটালিয়ান ভিসা সংগ্রহ করার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির গোয়েন্দা বিভাগ বিষয়টি ঢাকার বিমান বন্দর থানাকে অবগত করলে পুলিশ তাকে আটক করে।
ডিএমপির বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানান, কেএমপির তথ্যের ভিত্তিতে নাসরিন ইসলাম তন্দ্রা আটক করা হয়েছে। আটককৃত নাসরিন খুলনার থানার মামলার সন্দেহজনক আসামি। তাকে খুলনায় পাঠানোর প্রস্তুতি চলছে।
মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থানায় তার বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মামলা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা তাকে খুলনায় আনার জন্য ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
অভিযোগ রয়েছে, তন্দ্রার রূপ লাবণ্যের কাছে খুলনার শীর্ষ আওয়ামী লীগ নেতারা ধরাশয় ছিলেন।  যে কারণে তন্দ্রা অল্পদিনেই খুলনার যুব মহিলা লীগের সভানেত্রী হওয়ার চেষ্টা চালায়। যদিও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তন্দ্রার এই রঙিন জীবন-কাহিনী অনেকের জানা থাকলেও সে সময় ভয়ে মুখ খুলেনি। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোন পদক্ষেপ।
সূত্র জানিয়েছেন, এক সময়ের এনজিও কর্মী ছিলেন তন্দ্রা। পতিত সরকারের আমলে নানা কৌশলে কোটি কোটি টাকা মালিক হয়েছেন। নাসরিন পারভেজ তার নতুন পাপিয়া হিসেবে পরিচিত ছিল খুলনায়। খুলনা, গোপালগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নামে অনেকে কিনেছেন জমি। নগরীর বয়রাতে নির্মাণ করেছেন চোখ ধাঁধানো আলিশান বাড়ি। ডুপ্লেক্স বাড়ির আন্তঃসজ্জাই মনে করিয়ে দিবে তার অর্থের উৎস! এছাড়া রায়ের মহলে কোটি টাকা মূল্যের বেশ কয়েকটি প্লট রয়েছে। রয়েছে তিনটি দামী ব্রান্ডের গাড়ি। তবে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তার বাড়িতে হামলা চালিয়ে একটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। একজন এনজিও কর্মী থেকে কীভাবে কোটি টাকার মালিক বনেছেন তা নিয়ে জন্ম দিচ্ছে নানা প্রশ্ন।

্রিন্ট

আরও সংবদ