খুলনা | বুধবার | ২৮ মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ঝিনাইদহে মঞ্চ ভাসিয়ে বৃষ্টি, তবু থামেনি ‘ইত্যাদি’

ঝিনাইদহ প্রতিনিধি |
১২:৫৮ এ.এম | ২৭ মে ২০২৫


ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঝিনাইদহ জেলায়। মহেশপুর উপজেলার দত্তনগরে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহৎ কৃষি খামারের ফসলের মাঠের মাঝখানে, একটি বিশাল বটবৃক্ষ ঘিরে নির্মাণ করা হয় ইত্যাদির মঞ্চ। অনুষ্ঠানটি প্রচারিত হবে ৩০ মে শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানটি ঘিরে পুরো ঝিনাইদহে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ধারণস্থলকে ঘিরে বসে মেলা, হাজির হন হাজার হাজার দর্শক। অনেকে আসেন পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা ও যশোর থেকেও। দুপুর থেকেই মানুষের আগমন শুরু হলেও অনুষ্ঠান শুরুর আগে আচমকা শুরু হয় কালবৈশাখী ও টানা বৃষ্টি। চার-পাঁচ ঘণ্টা ধরে চলে গুঁড়ি গুঁড়ি ও ভারী বৃষ্টি। ক্ষতিগ্রস্ত হয় সেট, লাইট, ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি। আশপাশে কোনো ঘরবাড়ি বা আশ্রয়স্থল না থাকায় অনেক দর্শক ভিজে ফিরে যান।
তবে দুর্যোগও দর্শকদের ভালোবাসা থামাতে পারেনি। মধ্যরাতের দিকে, সীমিত সরঞ্জাম আর প্রতিক‚ল পরিবেশে শুরু হয় শুটিং। অনুষ্ঠান চলে একটানা ভোররাত পর্যন্ত। কাদা, অন্ধকার আর ক্লান্তির মধ্যেও হাজার হাজার মানুষ ফিরে আসেন মঞ্চের সামনে। ‘ইত্যাদি’ আর হানিফ সংকেতকে কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা তাদের ঠেকাতে পারেনি কিছুই।
এই পর্বে গান পরিবেশন করেছেন সেলিম চৌধুরী ও তসিবা। তারা গেয়েছেন ঝিনাইদহের লোককবি পাগলা কানাইয়ের কথা ও সুরে একটি গান। সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদী। আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন জেলারই সন্তান কণ্ঠশিল্পী মনির খান। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাশ। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয়েছে ঝিনাইদহকে নিয়ে একটি পরিচিতিমূলক গান, যার কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ। নৃত্যে অংশ নিয়েছেন স্থানীয় শতাধিক শিল্পী। গানটির কোরিওগ্রাফি করেছেন মোহাম্মদ শাহিন ইসলাম, কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা।
প্রতিবারের মতো এবারও ছিল দর্শক পর্ব। ঝিনাইদহকে ঘিরে করা প্রশ্নোত্তরের মধ্য দিয়ে চারজন দর্শক নির্বাচন করা হয়, যারা পরে অভিনয় করেন একটি নাট্যাংশে। নাটকটি নির্মিত হয়েছে জেলার ব্র্যান্ডিং পণ্য কলা ও পান নিয়ে, স্থানীয় ভাষায়। উপস্থিত দর্শকেরা নাটকটি বেশ উপভোগ করেন।
অনুষ্ঠানে রয়েছে বেশ কিছু প্রতিবেদন। দত্তনগর কৃষি ফার্ম ও ঝিনাইদহের কীর্তিমান ব্যক্তিত্বদের নিয়ে তৈরি হয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের সমাজকর্মী ও পাখিপ্রেমী জহির রায়হানের কাজ তুলে ধরা হয়েছে আরেকটি অনুকরণীয় প্রতিবেদনে। ছোটবেলা থেকেই জহির মানুষকে সচেতন করতে ও জনকল্যাণমূলক কাজে নিজেকে যুক্ত রেখেছেন। এ ছাড়া রয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের একটি দুর্গম পাহাড়ি পাড়ায় পানির অভাবে কষ্টে থাকা কিছু মানুষের ওপর একটি মানবিক প্রতিবেদন। মহেশপুরের প্রাণিপ্রেমী নাজমুল হোসেনের কর্মকাÐও উঠে এসেছে চিঠিপত্র পর্বে।
৩০ মে সি লায়ন দিবস উপলক্ষে এবারের বিদেশি প্রতিবেদনে দেখানো হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগো শহরের প্রশান্ত মহাসাগরীয় সৈকত ‘লা হোয়-আ কোভ’-এ বিশ্রামরত সি লায়নদের জীবনযাপন ও আচরণ। সৈকতটি স্থানীয়ভাবে ‘সি লায়ন বিচ’ নামেও পরিচিত।
এবারের পর্বে রয়েছে সমসাময়িক নানা বিষয় নিয়ে নির্মিত তীক্ষè ও ব্যঙ্গাত্মক নাট্যাংশ। উঠে এসেছে পোস্টার সন্ত্রাস, দালালের দৌরাত্ম্য, রাজনৈতিক দল গঠনের হিড়িক, নাম সংকট, স্বাস্থ্য নিয়ে ব্যবসা, ফেসবুকের সংবাদ সেবা, প্রবাদ-প্রবচনের উৎস, পশুপ্রেম ও কথার অপব্যবহারসহ নানা বিষয়।
অনুষ্ঠানে অভিনয় করেছেন বাবুল আহমেদ, আবদুল­াহ রানা, সুভাশীষ ভৌমিক, মুকিত জাকারিয়া, শাহেদ আলী, সাদিয়া তানজিন, সুর্বণা মজুমদারসহ আরও অনেকে। মঞ্চ পরিকল্পনা ও শিল্পনির্দেশনায় ছিলেন মুকিমুল আনোয়ার। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

্রিন্ট

আরও সংবদ