খুলনা | বৃহস্পতিবার | ২৯ মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখায় সাতক্ষীরায় সেরা ৫ কৃষককে পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:০৪ এ.এম | ২৮ মে ২০২৫


তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখায় সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলার সেরা পাঁচ কৃষককে পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা খামার বাড়ি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কৃষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের আয়োজনে জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমদ। সদর উপজেলা সহকারী কৃষি অফিসার প্লাবনী সরকারের পরিচালনা বিশেষ অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদফতরের সহকারী উপ-পরিচালক ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিতে আজ সবুজ বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লবের পেছনে মূল চালিকাশক্তি আপনারা আমাদের নিবেদিতপ্রাণ কৃষকেরা। আপনাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে সদিচ্ছার ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনও করেছে। একসময়ের খাদ্যঘাটতির দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তার কৃষি সাফল্যের জন্য। বক্তারা অরো বলেন, সাতক্ষীরার মাটি ও মানুষ আবহমানকাল থেকেই কৃষির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এখানকার কৃষকেরা প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে যেভাবে ফসলের বাম্পার ফলন নিশ্চিত করছেন, তা সত্যিই অতুলনীয়। বিশেষ করে, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে সরকারের যে লক্ষ্য, তা বাস্তবায়নে সাতক্ষীরার কৃষকদের অগ্রণী ভূমিকা আজ সর্বজনবিদিত। আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তেলবীজ চাষের স¤প্রসারণ অত্যন্ত জরুরি, আর আপনারা সেই গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।
এই সবুজ বিপ্লব কেবল কথার কথা নয়। এর বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাই মাঠে মাঠে। উন্নত বীজ, সুষম সার, আধুনিক সেচ ব্যবস্থা, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি এবং কৃষি কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা এই সবকিছুর সমন্বয়েই সম্ভব হয়েছে ফসলের এমন অভাবনীয় উৎপাদন বৃদ্ধি। সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ভর্তুকি মূল্যে সার, বীজ, কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের আওতায় ৫ জন সেরা কৃষকের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত কৃষকরা হলেন, ইলিয়াস হোসেন, মাসুদুজ্জামান, মোঃ জোহর আলী, ছাইদুল ইসলাম ও জোহরা বেগম।

্রিন্ট

আরও সংবদ