খুলনা | বৃহস্পতিবার | ২৯ মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ডুমুরিয়ার মাগুরাঘোনা দাখিল মাদ্রাসা এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ২৮ মে ২০২৫


ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মাদ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় মাদ্রাসার সুপার মাওলানা শেখ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার গভর্নিং বডির নবগঠিত এডহক কমিটির সভাপতি এস এম মোহাম্মদ আলীকে ফুল দিয়ে বরণ করে নেন ডুমুরিয়া থানা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সরদার আব্দুল মালেক, মোঃ শাহাদাত হোসেন, আব্দুল গফ্ফার, মোঃ হালিম শেখ, মান্নান গোলদার, মোসলেম ফকির, শাহীন দপ্তরি, মাওলানা এস এম মোতালেব হোসেন, মান্নান মোড়ল, আছাদ শেখ, শেখ আবুল হাসান, মোঃ মশিউর রহমান শেখ, আঃ রব গাজী, মোঃ মুনসুর আলী, জামাতের নেতৃবৃন্দ মাওলানা আতাউর রহমান, শেখ মোঃ শহীদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ আঃ খালেক মোড়ল, অভিভাবক প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম সহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক আঃ মজিদ।

্রিন্ট

আরও সংবদ