খুলনা | বৃহস্পতিবার | ২৯ মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সংবাদপত্র পরিষদের উদ্বেগ ও ক্ষোভ

খুমেক হাসপাতালে পত্রিকার সম্পাদক ও সাংবাদিক লাঞ্ছিত

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ২৮ মে ২০২৫


দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের সরকারি চিকিৎসার আস্থার জায়গা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। খুলনার গণমাধ্যমকর্মীরা প্রতিনিয়ত এ হাসপাতালের নানাবিধ সংবাদ সংগ্রহ ও প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে সমস্যাগুলো তুলে ধরেন। কিন্তু বিভিন্ন সময় হাসপাতালটিতে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহে গিয়ে সেখানকার চিকিৎসক ও কর্মচারীদের হাতে লাঞ্ছিত হচ্ছেন। যা স্বাধীন সাংবাদিকতার চরম অন্তরায় ও দুঃখজনক। 
গত সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বক্তব্য নিতে গিয়ে খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান ও তার সহকর্মী রিপোর্টার মাসুদ রানা লাঞ্ছিত হয়েছেন। এ সময় উক্ত চিকিৎসক ও তার কর্মচারীরা সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন, মাইক্রোফোন ভাঙচুর করেন যা মোটেই সমর্থনযোগ্য নয়। ইতোমধ্যে উক্ত ন্যাক্কারজনক ঘটনার ভিডিও বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তার এ ধরনের আচরণে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন খুলনার পত্রিকা মালিকদের সংগঠন ‘খুলনা সংবাদপত্র পরিষদ’ এর নেতৃবৃন্দ।  
মঙ্গলবার সংগঠনের প্রেরিত বিবৃতিতে সৃষ্ট ঘটনার তদন্ত পূর্বক দোষী চিকিৎসকের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি মোস্তফা সরোয়ার (দৈনিক প্রবর্তন), সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), কোষাধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম (দৈনিক সময়ের খবর), মোহাম্মদ আলী সনি (দৈনিক পূর্বাঞ্চল), আসিফ কবির (দৈনিক জন্মভূমি), আশরাফ উল হক (দৈনিক প্রবাহ), এস এম সাহিদ হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), মাহবুবা আহমেদ (দৈনিক অণির্বাণ), এস এম নজরুল ইসলাম (দৈনিক আজকের তথ্য), আতিয়ার পারভেজ (দৈনিক আমার একুশ), ডানিয়েল সুজিত বোস (দৈনিক ভয়েস অব টাইগার), সুমন আহমেদ (দৈনিক খুলনা টাইমস), রুকসানা পারভীন (দৈনিক কালান্তর), খান মাহবুব হোসেন (দৈনিক সংযোগ প্রতিদিন), শেখ তৌহিদুল ইসলাম তুহিন (দৈনিক তথ্য)।
 

্রিন্ট

আরও সংবদ