খুলনা | বৃহস্পতিবার | ২৯ মে ২০২৫ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগে খুলনাকে হারিয়ে চ্যাম্পিয়ন যশোর

ক্রীড়া প্রতিবেদক |
০২:০৪ এ.এম | ২৮ মে ২০২৫


‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর ‘ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবল লীগ’ খুলনা-২ জোনে চ্যাম্পিয়ন হওয়ার  গৌরব অর্জন করেছে যশোর অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে খুলনা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে।
এদিন খেলার শুরুতেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে যায়। উভয় দলই একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি প্রথম হাফ। গোলশূন্য ভাবে বিরতিতে যায় উভয় দল। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে খুলনা। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় গোল বঞ্চিত হয় খুলনা। অত্যন্ত তিনটি সহজ গোলের সুযোগ মিস করে তারা। এর মাশুলও দিতে হয়েছে তাদের। খেলার ৭৫ মিনিটের সময় কাউন্টার এ্যাটাক থেকে যশোর দলের ১৯নং জার্সি পরিহিত খেলোয়াড় ইমন বড় ডি-বক্সের বাইরে থেকে জোরালো সর্টে কিছুটা এগিয়ে থাকা কিপার রাব্বিকে পরাস্ত করে দলের জয় নিশ্চিত করে। বাকি সময় অনেক চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি খুলনা। পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন যশোরের গোলকিপার জয় এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন খুলনার আবিদ হোসাইন। এছাড়াও টাউন ক্লাবের পক্ষ থেকে ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়দের ক্রেস্ট প্রদান করা হয়। সেরা খেলোয়াড়দের প্রধান অতিথি নগদ অর্থ প্রদান করেন।
খেলা পরিচালনা করেন রেফারী আবু সুফিয়ান, হিমেল হাসান, নাইমুর রানা ও মাহফুজুর রহমান। ম্যাচ অফিসিয়াল ছিলেন মোঃ এহসানুল হক। খেলায় ধারাভাষ্য প্রদান করেন এড. প্রজেশ রায়।
ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন। জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহ্ আসিফ হোসেন রিংকু।
প্রধান অতিথি মোঃ শফিকুল আলম তুহিনকে সম্মাননা স্মারক প্রদান করেন ইউসুফ আলী। বিশেষ অতিথি মোঃ আবুল হোসেন হাওলাদারকে জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মঈনুল ইসলাম টুটুল এবং শাহ্ আসিফ হোসেন রিংকুকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য এ এম জলিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা রবিউল হাসানসহ বিভিন্ন ক্লাব ও একাডেমির খেলায়াড় এবং সাবেক খেলোয়াড়বৃন্দরা ও বিপুল পরিমাণ দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ