খুলনা | শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১০ শ্রাবণ ১৪৩২

দেবহাটায় ইভটিজিংকারীর ১ মাসের জেল ও জরিমানা

দেবহাটা প্রতিনিধি |
০১:০২ এ.এম | ০৩ জুন ২০২৫


দেবহাটার সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজারের মীর শাহিনুর ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১ মাসের সাজা ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যামাণ আদালতে এ শাস্তি প্রদান করেন। 
জানা গেছে ঈদগাহ বাজারের ঘড়ি ও কসমেটিকস ব্যবসায়ী মীর শাহিনুর ইসলাম বিভিন্ন সময় পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অশ্লীল ব্যবহার ও তাদের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা অভিভাবক ও শিক্ষকদের জানালে ওই ব্যবসায়ী ক্ষপ্ত হয়ে ওঠে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষার্থীকে রাস্তায় আটকে মারপিটের চেষ্টা করে। সোমবার বিষয়টি নিয়ে কয়েকজন অভিভাবক উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে জানালে পুলিশের একটি টিম পাঠানো হয় ঈদগাহ বাজারে। এ সময় ওই ব্যবসায়ীকে আটক করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনা হয়। সেখানে ওই বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত থেকে মৌখিক জবানবন্দি প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগকারী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী অভিযুক্ত শাহিনুরকে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান জানান,  শিক্ষার্থীদের শ্লীলতাহানী ও তাদেরকে ইভটিজিং করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের জেল প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড করবে না বলেও অঙ্গিকার করেছে অভিযুক্ত ব্যক্তি। পুলিশ আসামিকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করেছে।

 

্রিন্ট

আরও সংবদ