খুলনা | সোমবার | ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২

তিন মাসে কোটিপতি আমানতকারী কমেছে ৭১৯ জন : বাংলাদেশ ব্যাংক

খবর প্রতিবেদন |
০২:০০ এ.এম | ০৪ জুন ২০২৫


জুলাই গণঅভ্যুথানের পর দেশে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার প্রবণতা বেড়েছিল। এর প্রভাবে আমানত যেমন কমছিল, তেমনি ব্যাংকে কোটিপতি আমানতকারীর সংখ্যাও কমে গিয়েছিল। পরে ডিসেম্বরে তা কিছুটা বেড়েছিল। এখন ডিসেম্বরের তুলনায় মার্চে কোটিপতি আমানতকারীর সংখ্যা আবার কমেছে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোটিপতি আমানকারী কমেছে ৭১৯ জন। তবে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত ছয় মাসে কোটিপতি আমানকারীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ২৩৫ জন। 
এদিকে সার্বিকভাবে ডিসেম্বরের তুলনায় মার্চে আমানত বেড়েছে ২ দশমিক ১১ শতাংশ। ঋণপ্রবাহ বেড়েছে ১ দশমিক ৭৭ শতাংশ; যা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির চেয়ে কম।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতি তিন মাস পরপর ব্যাংক খাতের আমানত ও ঋণপ্রবাহ নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবেদনের তথ্যে দেখা যায়, ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীদের হিসাব ছিল এক লাখ ২২ হাজার ৮১টি। মার্চে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৩৬২টি। আলোচ্য তিন মাসে কোটিপতি আমানতকারীর হিসাব কমেছে ৭১৯টি। বড় আমানতকারীরা ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ায় ও ব্যবসায়িক মন্দার কারণে কোটিপতি আমানতকারী কমেছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে সেপ্টেম্বরের তুলনায় মার্চে এই ছয় মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে। সেপ্টেম্বরে কোটিপতি আমানতকারী ছিল এক লাখ ১৭ হাজার ১২৭ জন। এ হিসাবে ছয় মাসে বেড়েছে ৪ হাজার ২৩৫ জন।
প্রতিবেদনে দেখা যায়, এক কোটি টাকার বেশি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত আমানতকারী রয়েছেন ৯৫ হাজার ৯৩২ জন জন। পাঁচ কোটির বেশি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আমানত রয়েছে ১২ হাজার ৯৯১ জনের। দশ কোটির বেশি থেকে পনেরো কোটি টাকা পর্যন্ত আমানতের হিসাবধারী রয়েছেন ৪ হাজার ৪৪১ জন। পনেরো কোটি টাকার বেশি থেকে বিশ কোটি টাকা পর্যন্ত আমানতকারী রয়েছেন দুই হাজার ৩৩ জন। বিশ কোটি টাকার বেশি থেকে পঁচিশ কোটি টাকা পর্যন্ত আমানতকারী রয়েছেন এক হাজার ৩৫৪ জন। পঁচিশ কোটি টাকার বেশি থেকে ত্রিশ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর হিসাব রয়েছে ৯৬০টি। ত্রিশ কোটি টাকার বেশি থেকে পঁয়ত্রিশ কোটি টাকার আমানতকারী রয়েছেন ৫৮৩ জন। পঁয়ত্রিশ কোটি টাকার বেশি থেকে চলি­শ কোটি টাকা পর্যন্ত আমানতকারী রয়েছেন ৩৭৭ জন। চলি­শ কোটি থেকে পঞ্চাশ কোটি টাকার আমানতকারী রয়েছেন ৭৬৯ জন এবং পঞ্চাশ কোটি টাকার বেশি আমানতকারী রয়েছেন এক হাজার ৯২২ জন।
প্রতিবেদনের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত আমানত বেড়েছিল ৩ দশমিক ২ শতাংশ। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেড়েছে ২ দশমিক ১১ শতাংশ। আলোচ্য সময়ে আমানত কমেছে। একই সময়ে ঋণপ্রবাহ ৩ দশমিক ৮৯ শতাংশ থেকে কমে ১ দশমিক ৭৭ শতাংশে দাঁড়িয়েছে।

্রিন্ট

আরও সংবদ