খুলনা | রবিবার | ২০ জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২

হারল্যান স্টোরে ‘লাখ টাকায় লাইফ সাজাই’ ক্যাম্পেইন

খুলনার হবু দম্পতি তানভির ও তামান্না পেলেন লাখ টাকা

খবর বিজ্ঞপ্তি |
০২:২৮ এ.এম | ০৪ জুন ২০২৫


হারল্যান স্টোরের “লাখ টাকায় লাইফ সাজাই” ক্যাম্পেইনে খুলনার তানভির ইসলাম ও তামান্না ইয়াসমিনের জীবন বদলে দেয়া এই ঘটনা যেন সিনেমাকেও হার মানায়। বিয়ের শপিং করতে এসে হবু দম্পতি তানভির ইসলাম ও তামান্না ইয়াসমিন হয়ে গেলেন এক লক্ষ টাকার বিজয়ী। 
এর আগে ১ জুন হারল্যান স্টোরের খুলনা আউটলেট থেকে ৪৭৬৫ টাকার নিওর ও লিলি পণ্য কিনেন হবু দম্পতি তানভির ইসলাম ও তামান্না ইয়াসমিন। আর এতেই তারা হয়ে যান জীবন বদলে দেয়া এই ক্যাম্পেইনের তৃতীয় ভাগ্যবান এক লক্ষ টাকা বিজয়ী। ১২ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের সর্বশেষ লাখপতি হলেন এ হবু দম্পতি। উৎসবমুখর আনন্দঘন পরিবেশে এই হবু দম্পতিকে পুরস্কৃত করতে মঙ্গলবার হারল্যান স্টোর খুলনা আউটলেটে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবু দম্পতি তানভির ও তামান্নার হাতে এক লক্ষ টাকার চেকটি তুলে দেন রিমার্ক হারল্যানের নির্বাহী পরিচালক ও জনপ্রিয় অভিনেতা মামনুন হাসান ইমন এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বারিশা হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 
আবেগ আপ্লুত হয়ে তানভির ও তামান্না বলেন, সামনেই আমাদের বিয়ে। আর তারই শপিং করতে হারল্যান স্টোরে এসেছিলাম, লক্ষ টাকা জিতে যাবো এটা আমরা কখনই ভাবিনি। অথেনটিক পণ্য কিনে পুরস্কৃত হওয়া সত্যিই আনন্দের, আমরা অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ। ভালোবাসার মানুষটির জন্য হারল্যান স্টোরে শপিং করে আপনারাও আমাদের মত একটি চমৎকার অভিজ্ঞতা পেতে পারেন।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বারিশা হক বলেন, হারল্যান স্টোরের ক্যাম্পেইন মানেই বিশেষ কিছু, আর লাখ টাকায় লাইফ সাজাই ক্যাম্পেইনটিও ব্যতিক্রম নয়। শুরু থেকেই এই ক্যাম্পেইনটি ভোক্তাদের কাছে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। আর এটা খুবই একটি আনন্দের বিষয় যে এবারের বিজয়ী একজন হবু দম্পতি। বিয়ের শপিং করতে এসে তারা জিতে নিয়েছেন এক লক্ষ টাকা। 
রিমার্ক-হারল্যানের নির্বাহী পরিচালক মামনুন হাসান ইমন বলেন, “হারল্যান স্টোর মানেই নিত্য নতুন চমক। আর আমাদের এবারের চমক তানভির ও তামান্নার বিজয়ী জুটি। রিমার্ক-হারল্যানের পক্ষ থেকে তাদেরকে জানাই অভিনন্দন ও শুভ কামনা। তাদের হাতে এক লক্ষ টাকার এই মেগা প্রাইজটি তুলে দিতে পেরে আমি সত্যিই আনন্দিত।”
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুরু হওয়া এই ক্যাম্পেইনের মাধ্যমে হারল্যান স্টোর অথেনটিক, লাক্সারি ব্র্যান্ডের পণ্য সরবরাহ করে গ্রাহকদের নকল ও ভেজাল পণ্যের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করতে সচেষ্ট। সারাদেশ জুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট ও যবৎরধহ.পড়স ওয়েবসাইট-এর মাধ্যমে নকল ও ভেজাল পণ্যের অপকারিতা সম্পর্কে ক্রেতাদের অবহিত করার মাধ্যমে অথেনটিক, লাক্সারি পণ্যের প্রচার ও প্রসার ঘটিয়ে পণ্য নির্বাচনের ক্ষেত্রে তাদের সঠিক সিদ্ধান্তের জন্য পুরস্কৃত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে হারল্যান স্টোর। 
 

্রিন্ট

আরও সংবদ