খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে শ্যামনগর কোরবানির মাংস বিতরণ

শ্যামনগর প্রতিনিধি |
১১:৫৬ পি.এম | ১২ জুন ২০২৫


সাতক্ষীরার যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের উদ্যোগে গরীব ও অসহায় প্রায় ১, ৪৪০টি পরিবারের মাঝে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবং স¤প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ও অস্বচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়াতে গত ৭ জুন (শনিবার) শ্যামনগর ও আশাশুনি উপজেলাতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা (বাংলাদেশ)-এর উদ্যোগে ১৮টি গরু কোরবানি করে  মাংস বিতরণ করা হয়। যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা-এর বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রোগ্রাম অফিসার আব্দুর রাজ্জাক, কান্ট্রি অফিসের প্রতিনিধি আসাদুজ্জামান (আসাদ), সমাজ সেবক নুরুল আবছারসহ সরকারি, বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  
এ বছরের ঈদুল আযহায় আশাশুনির পাশাপাশি দেশের সাতটি বিভাগের দশটি উপজেলায় মোট ১১০টি গরু কোরবানি দিয়ে অসংখ্য পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ সংস্থাটির সামাজিক দায়বদ্ধতার একটি উৎকৃষ্ট দৃষ্টান্তমর্মে স্থানীয়রা জানিয়েছেন। কুরবানীর মাংস বিতরণ অনুষ্ঠান সকল মহলে বিশেষ প্রশংসিত হয়েছে।

 

্রিন্ট

আরও সংবদ