খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২

ডুমুরিয়ায় ভূমিহীন পরিবারের বসত ঘর পুড়ে ছাই

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫৬ পি.এম | ১২ জুন ২০২৫


ডুমুরিয়ায় এক ভূমিহীন পরিবারের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে ডুমুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলা সদরে বাজারের পার্শ¦বতী নদীর তীরে এক খন্ড খাস জমিতে হাফিজুর গাজীর ছেলে আঃ রহমান টিন শেডের ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। রহমান গাজী ঝালমুড়ি, চটপটি বিক্রি করে অতি কষ্টে দিনাতিপাত করেন। দিন দুপুরে রহমান ও তার স্ত্রী রেশমা বেগম পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। এরই মধ্যে মোবাইল ফোনে খবর পায় তাদের ঘরে আগুন লেগেছে। দ্রুত বাড়িতে এসে দেখে আগুন দাউ দাউ করে জ্বলছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা নগদ টাকা, বসত ঘর, ফ্রিজ, রাইস কুকার, সাউন্ড, আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা জানান। এতে তাদের তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

্রিন্ট

আরও সংবদ