খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২

ডুমুরিয়ায় গাঁজাসহ চিহ্নিত মাদক বিক্রেতা গ্রেফতার

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫৬ পি.এম | ১২ জুন ২০২৫


ডুমুরিয়ায় থানা পুলিশের অভিযানে ১৩০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। মাগুরাঘোনা ক্যাম্প ইনচার্জ এসআই ইব্রাহিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার দিন বুধবার সকালে চুকনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলার রুস্তমপুর পশ্চিমপাড়া এলাকার খোদাবক্স সরদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিনারুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

্রিন্ট

আরও সংবদ