খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২

চিতলমারীতে ৫০ পিস ইয়াবাসহ আটক ৩

চিতলমারী প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ১২ জুন ২০২৫


বাগেরহাটের চিতলমারী থানার পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসান হৃদয় (২৫), তাইজুল ইসলাম শেখ (২২) ও আল-রসিন তাকি (২৬) নামের তিন যুবককে আটক করেছেন। বুধবার রাত ১২ টার পর তাঁদের বড়বাড়িয়া ঈদগাঁর সামনে থেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আল-রসিন তাকি উপজেলার বড়বাড়িয়া চরপড়া গ্রামের শেখ মুজিবুর রহমানের ছেলে, তাইজুল ইসলাম শেখ একই গ্রামের ইউনুছ শেখের ছেলে এবং মোঃ মেহেদী হাসান হিজলা চরপাড়া গ্রামের মোল­া মাহমুদ হাসানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামালা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আটক তিন যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।   
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান গোপন সংবাদে ভিত্তিতে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল সংগীয় ফোর্স নিয়ে বড়বাড়িয়া ঈদগাঁ এলাকায় অভিযান পরিচালনা করে ওই তিন যুবককে আটক করেন। এ সময় আটক তিন যুবকের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামালা দায়ের করা হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ